ছয় মাসে মদ বিক্রি দ্বিগুণ, রেকর্ড পরিমাণ রাজস্ব আয় কেরুর
www.tbsnews.net
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ২০:১৯
চলতি (২০২১-২২) অর্থবছরের প্রথমার্ধে ১২৭ কোটি ৭০ লাখ ৫১ হাজার টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা তাদের আগের পুরো অর্থবছরের লাভের চেয়েও বেশি।
করোনাকালীন সময়ে বিভিন্ন ধরনের বিদেশি মদ আমদানি কম হওয়ায় দেশীয় মদের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। ফলে চলতি অর্থবছরের প্রথমার্ধে কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পণ্য বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
২০২১ সালের জুলাইয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটির ডিস্টিলারি বিভাগ থেকে আয় হয় ১৭ কোটি ১২ লাখ টাকা, যা ডিসেম্বরে দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়ায় ৩৯ কোটি ১৪ লাখ টাকায়।