আধা কিলোমিটার রাস্তা করার অর্থও পৌরসভাগুলোর নেই: উমা চৌধুরী
নাটোর পৌরসভায় টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন উমা চৌধুরী। এ নির্বাচনে বিজয়, ভবিষ্যৎ পরিকল্পনা, নারীর উন্নয়নসহ নানা বিষয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। কথা বলেছেন পার্থ শঙ্কর সাহা।
প্রথম আলো: পরপর দুবার মেয়র হলেন আপনি। আপনাকে অভিনন্দন জানাই। বিজয়ে আপনার অনুভূতি জানতে চাই।
উমা চৌধুরী: অবশ্যই ভালো লাগছে। কারণ, নাটোর পৌরসভা দেড় শ বছরের পুরোনো। এত পুরোনো পৌরসভায় কেউ পরপর মেয়র পদে দুবার কখনো নির্বাচিত হয়নি। এবারই প্রথম। কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি এবারও আমাকে সুযোগ দিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। নাটোর পৌরবাসীসহ অমার দলের সব নেতা-কর্মীর প্রচেষ্টাতেই এ বিজয়।
প্রথম আলো: দ্বিতীয় মেয়াদে নির্বাচিত গর্ব করার মতো বিষয়। এ গর্ব কি নারী হিসেবে অনুভব করেন, না দলের কর্মী হিসেবে?
উমা চৌধুরী: নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ করি না। যে কাজ করতে জানে, সে কাজ পারবে, সে নারী হোক বা পুরুষ। আমি সততার সঙ্গে কাজ করেছি। রাজনীতিতে সততার বড় অভাব। আমি এ বিষয়ে খুব কঠোর ছিলাম। এটা বড় বিষয়। আমি অসৎ নই, এটা মানুষ জানে।