![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdeath-p-20220118095229.jpg)
পরকীয়ার জেরে রিকশাচালককে হত্যা: বরখাস্ত বিজিবি সদস্যের মৃত্যুদণ্ড
বরিশালের বানারীপাড়ায় রিকশাচালক হত্যায় শোয়েব হাওলাদার সবুজ নামের (২৯) বরখাস্ত এক বিজিবি সদস্যের মৃত্যুদণ্ড ও সহযোগী আলী আজিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে বিজিবি সদস্যকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয়মাস ও সহযোগীকে ১০ হাজার টাকা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পরকীয়া
- পরকীয়া জেরে হত্যা