আফগানিস্তানে দুর্ভিক্ষ কি আসন্ন?
চার মাসেরও বেশি সময়ের আগে যুক্তরাষ্ট্র ও তাদের দোসর পশ্চিমা শক্তিগুলো সশস্ত্র বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর দেশটির নিয়ন্ত্রণ চলে যায় তালেবানদের হাতে। তালেবান ক্ষমতায় আসার পর থেকেই সে দেশের সাধারণ জনগণের ভাগ্য নিয়ে যেন ছিনিমিনি খেলা চলছে। বর্তমানে দেশটিতে চরম অর্থনৈতিক ও মানবিক সংকট শুরু হয়েছে।
আফগানিস্তানের লাখো মানুষ এখন খাদ্য সংকটে ভুগছে। চার দশকের যুদ্ধ ও দুঃখ-দুর্দশার পর দেশটি একটি গুরুতর বিপর্যয়ের মুখোমুখি। গত আগস্টে তালেবান পুনরায় ক্ষমতায় আসার আগে থেকেই সে দেশের মানুষ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল ছিল।