বাণিজ্য মেলার সেরা ১০ পণ্য
প্রথমবারের মতো পূর্বাচলে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার এবারের আসর। কুড়িল থেকে ১৪ কি.মি দূরে মেলা প্রাঙ্গন। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে দেশে গণজমায়েতের ওপর বিধি-নিষেধ থাকলেও মেলার দিকে এগোলে তা বোঝার উপায় নেই, দুপুর গড়ালেই জমজমাট হতে থাকে মেলা। প্রচন্ড ভীড় আর জ্যাম ঠেলে ঢাকার অদূরে এবারের বাণিজ্য মেলায় যদি চলেই যান, দেখে নিতে পারেন আমাদের বাছাইকৃত কিছু পণ্য।
কাশ্মীরি শাল
বাণিজ্য মেলায় গিয়ে একবার হলেও কাশ্মীরি শালের স্টল ঘুরে দেখেন সবাই। কাশ্মীর হেরিটেজ কো. তে বিভিন্ন রেঞ্জের পশমিনা, শাহতুষ ও রাফল শাল পাবেন। দেড় হাজার থেকে শুরু করে ২৫ হাজার পর্যন্ত দাম পড়বে। হাতে বোনা শালগুলোর দাম তুলনামূলক বেশি। ১০ নাম্বার এই স্টলের একজন বিক্রেতা জানালেন, এই মেলা উপলক্ষেই শালগুলো নিয়ে আসা হয়। বাংলাদেশে কোনো আউটলেট নেই তাদের। দাম খুব বেশি কমানোর সুযোগ নেই, মোটামুটি ফিক্সড প্রাইজেই শাল বিক্রি হয়।