মোংলা বন্দরে ১৩২ আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়ির নিলাম
মোংলা বন্দরের কার ইয়ার্ড ও সেডে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ২ হাজার ৮৮৪ টি বিভিন্ন ধরণের আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়ি। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই সকল গাড়ি ছাড় করিয়ে না নেয়ায় তারমধ্য থেকে ১৩২টি বিভিন্ন মডেলের গাড়ি নিলামে তোলা হচ্ছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) এই গাড়িগুলোর নিলাম হবে।
মোংলা কাস্টমস হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা আবু বাসার সিদ্দিকী জানান, মঙ্গলবারের নিলামে ১৬টি মডেলের ১৩২টি গাড়ির নিলাম দেয়া হবে। নিলামের মধ্যে রয়েছে হাইয়েস, নোহা, প্রাডো, নিশান প্রেট্রোল ও জাম ট্রাকসহ অন্যান্য গাড়িও।
তিনি বলেন, মোংলা বন্দর দিয়ে আমদানি করা এসব গাড়ি ৩০ দিনের মধ্যে ছাড় করানোর নিয়ম থাকলেও সংশ্লিষ্টরা তা করেননি। ফলে নিয়মানুযায়ী পর্যায়ক্রমে নিলামে উঠানো হচ্ছে ওই সকল গাড়ি। এর আগে গত বছর ২১ বার নিলামে উঠানো হয়েছিলো প্রায় দুই হাজার গাড়ি। নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতার তালিকা প্রকাশের পর এ গাড়িগুলো বিক্রির আদেশ দেওয়া হবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- নিলাম
- নিলামে উঠবে