![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Ftechnology%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fphising-20220117125703.jpg)
ফিশিং অ্যাটাক থেকে নিরাপদ থাকার উপায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ১২:৫৭
যতই প্রযুক্তির উন্নতি হচ্ছে ততই বাড়ছে বিড়ম্বনা। হ্যাকারদের জন্য কোনো কিছুই এখন নিরাপদ নয়। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে হ্যাকিং একটি দুঃস্বপ্নের নাম। যে কোনো সময় পড়তে পারেন হ্যাকারদের খপ্পরে।
ফিশিং হচ্ছে এক ধরনের হ্যাকিং মেথড যা মূলত প্রতারণামূলক কৌশল ব্যবহার করে ব্যবহারকারীর ডাটা, যেমন- লগইন ইনফরমেশন, ক্রেডিট কার্ড নাম্বার, ইত্যাদি চুরি করতে ব্যবহৃত হয়। সাধারণত একজন অ্যাটাকার বা হ্যাকার ছদ্মবেশ ধারণ করে ও একজন ভিক্টিমকে কোনো ইমেইল বা মেসেজে পাঠানো লিংক ক্লিক করাতে সক্ষম হয়।। ব্যবহারকারী বা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয় ফিশিং অ্যাটাক এর মাধ্যমে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- হ্যাকিং
- নিরাপদ সাইবার জগৎ
- ফিশিং