চলে গেলেন কথক নৃত্যের মহীরুহ বিরজু মহারাজ
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ০৯:১৯
ভারতের কত্থক নৃত্যের কিংবদন্তীপ্রতিম শিল্পী বিরজু মহারাজ আর নেই। রবিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৩।
নাচ, তবলা বাদন ও কণ্ঠসঙ্গীতে সমান দক্ষতা ছিল বিরজু মহারাজের। ছবিও আঁকতেন তিনি। সেতারসম্রাট পণ্ডিত রবিশঙ্কর তাঁর নাচ দেখে বলেছিলেন, ‘তুমি তো লয়ের পুতুল'।
গতকাল রাতে নাতির সঙ্গে খেলার সময় হঠাৎ করে অসুস্থ বোধ করেন বিরজু। তখনই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান এ গুণী শিল্পী।
- ট্যাগ:
- বিনোদন
- মৃত্যু
- কিংবদন্তি
- কত্থক নাচ
- বিরজু মহারাজ