হাইতির প্রেসিডেন্ট হত্যা: সাবেক সিনেটর আটক জ্যামাইকায়
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ১৬:০৯
হাইতির সাবেক একজন সিনেটরকে গ্রেপ্তার করেছে জ্যামাইকা কর্তৃপক্ষ। হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসে হত্যার প্রধান সন্দেহভাজন ওই ব্যক্তি। জ্যামাইকা কনস্ট্যাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার জন জোয়েল জোসেফকে আটক করা হয়েছে। গত বছরের ৭ জুলাই হাইতির রাজধানীতে মোইসেকে তার বাসভবনে বন্দুকধারী গুলি করে হত্যা করে।
অবশ্য জন জোয়েল জোসেফকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর অনুরোধে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি ডেনিস ব্রুকস। জানা গেছে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে এফবিআই।