You have reached your daily news limit

Please log in to continue


মরুভূমিতে বসে পড়লেন শেহতাজ

একসময় ব্যস্ত ছিলেন মডেলিং, অভিনয়, গান ও ইউটিউব নিয়ে। সেই শেহতাজ প্রাণবন্ত শেহতাজ কোথাও নিজেকে আড়াল করলেন, ভক্তরা এমন প্রশ্ন নিয়মিতই করেন। শেহতাজ প্রথম দর্শকের নজরে পড়েছিলেন বিজ্ঞাপনের মডেল হিসেবে। বিজ্ঞাপনে শেহতাজের মুখে শোনা 'তুমি কি আমার ফাস্ট লাভ' সংলাপটিও অনেকের মুখে মুখে ফিরেছে। 

এর পর টিভি নাটক ও টেলিছবিতে তাকে অভিনয় করতে দেখা গেছে তাকে। পাশাপাশি ধ্রুব গুহ, প্রীতম হাসানসহ কয়েকজন শিল্পীর গানের মডেল হিসেবেও অনেকের নজর কেড়েছেন তিনি। 

প্রথম কাজ হলো অ্যালপেনলিবে চকলেট এর বিজ্ঞাপন। বর্তমানে তিনি পড়াশুনা করছেন। পাশাপাশি ভালো গানও গাইতে পারেন। তাছাড়া তিনি ভালো পেন্টিং করতে পারেন। প্রিয় সিনেমা হচ্ছে স্টে এওয়ে। প্রিয় ব্যক্তিত্ব মা। প্রিয় খাবার পিজা। প্রিয় রং কালো। প্রিয় স্থান জাপান। প্রিয় টিচার আলী স্যার। একজন অ্যানিমি ড্রয়িং ও পেইংটার হাওয়ার কথা ছিলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন