অতিথি পাখির কলকাকলিতে মুখর রামসিদ্ধি গ্রাম

কালের কণ্ঠ নড়াইল সদর প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ০৯:৫৮

গ্রামজুড়ে গাছে গাছে, ক্ষেতে আর জলাশয়ে চিরচেনা ঘুঘু, বক, দোয়েল, শালিক ছাড়াও পানকৌড়ি, শামুকখোল আর হাঁসজাতীয় অতিথি পাখির ঝাঁক। দিনভর আকাশে এই পাখির ওড়াউড়ি। সন্ধ্যায় দেখা যায়, বড় বড় গাছে রাতের জন্য আশ্রয় নিচ্ছে অনেক পাখি। আবার সকালে তাদের কলকাকলিতে মুখর হচ্ছে চারপাশ।


হাজারো পাখির এই নিশ্চিন্ত বসবাস নড়াইল সদরের রামসিদ্ধি গ্রামে। গ্রামের মানুষ একে পাখির অভয়াশ্রম বলে। শীতের শুরু থেকেই অতিথি পাখিসহ নানা ধরনের পাখি আসতে শুরু করে এখানে। গ্রামে সারা বছর থাকা পাখি তো আছেই। এ বছরও এর ব্যতিক্রম হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও