আপনি কি ঠিক কাজটিই করছেন? কর্মজীবনে সফল হতে চাইলে এই ৫ প্রশ্ন করুন নিজেকে
কর্মজীবনে কে না সফল হতে চায়! তবে এই সাফল্য হয়তো অনেকের জীবনে ধরা দেয়, আবার অনেকের জীবনে অধরাই থেকে যায়। কর্মজীবনে আপনি কীভাবে সফল হতে পারেন তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হার্ভার্ড বিজনেস রিভিউ। প্রতিবেদনে নির্ধারণ করা হয়েছে পাঁচটি প্রশ্ন; নিজের কাছে যে প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে আপনি অর্জন করতে পারেন আপনার কাঙ্ক্ষিত সাফল্য।
তাহলে চলুন জেনে নেওয়া যাক কী সেই পাঁচটি প্রশ্ন এবং সেগুলোর উত্তর খোঁজার উপায়।
আমি কতটা পরিপূর্ণ?
এই উত্তর পেতে হলে আপনাকে আগে নিজের বর্তমান কাজের উদ্দেশ্য ও অর্থ খুঁজে পেতে হবে। আর সেটি নির্ভর করছে আপনি কী ধরনের মূল্যবোধ ধারণ করেন তার ওপর। এই মূল্যবোধই আপনাকে প্রতিনিধিত্ব করে; আপনাকে পরিপূর্ণ করে। মূল্যবোধের উদাহরণ হতে পারে- কারও প্রতি আপনার সহযোগিতা বা প্রভাব, আপনার ন্যায়-অন্যায় বিচারের ক্ষমতা, স্বায়ত্তশাসন, অ্যাডভেঞ্চার, স্বীকৃতি, সৃজনশীলতা কিংবা নিরাপত্তা। কর্মক্ষেত্রে আপনার মূল্যবোধের বহিঃপ্রকাশ আত্মসন্তুষ্টি ও আপনার কর্মক্ষমতাকে আরও উন্নত করে তুলবে।