Bayern Munich: করোনার পরে সমস্যা হৃদযন্ত্রে, বায়ার্ন ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ছে
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৪
কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন আলফানসো ডেভিস। বায়ার্ন মিউনিখের রক্ষণভাগে খেলা এই ফুটবলারের এ বার হৃদযন্ত্রে সমস্যা দেখা গিয়েছে বলে জানিয়েছেন কোচ জুলিয়ান নাগেলসমান। কানাডার এই ফুটবলার আপাতত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে।
অনুশীলনের পর শারীরিক পরীক্ষা করা হয় ডেভিসের। সেখানেই এই সমস্যা ধরা পড়ে। কোচ নাগেলসমান বলেন, “সমস্যা খুবই সামান্য। এটা নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। তবে সারতে কিছুটা সময় লাগবে।” ডেভিসের যে সমস্যা রয়েছে তা মায়োকারডিটিস। বিশেষজ্ঞদের মতে বেশির ভাগ ক্ষেত্রে এতে সাময়িক ভাবে কিছু সমস্যা তৈরি হয়।