চিকিৎসাব্যয়ে জর্জরিত ফারুক
একসময় নায়ক ফারুকের ছবির প্রতীক্ষায় থাকতেন দর্শক। চলচ্চিত্রের পর্দায় নেই বহু বছর, তবু এখনো তার প্রতি ভক্ত-অনুরাগীর আগ্রহের কমতি নেই। চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক দশ মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকার এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার কখনো উন্নতি, আবার কখনো অবনতি হচ্ছে। রয়েছে নানা শঙ্কাও। তবে কখনো হাল ছাড়েননি তার পরিবারের সদস্যরা। চালিয়ে যাচ্ছেন চিকিৎসা। ফারুকের চিকিৎসার জন্য এরই মধ্যে বিক্রি করতে হয়েছে প্রায় পনেরো কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট। ব্যাংক অ্যাকাউন্টও শূন্য হয়েছে। পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধারদেনা করতে হয়েছে। পাঁচ মাস আগে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
তার স্ত্রী ফারহানা পাঠান শুরু থেকেই স্বামীর সেবার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে রয়েছেন। সেখান থেকে তিনি বলেন, ‘ফারুকের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এখন নিজের পছন্দের সব ধরনের খাবার খেতে পারছেন। রক্তচাপ ও মস্তিষ্কে যে সমস্যা ছিল, তাও এখন নিয়ন্ত্রণে। স্নায়ুতন্ত্রে নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে, যা আগে ছিল না। চিকিৎসকরা বলেছেন, এর চিকিৎসা দীর্ঘমেয়াদি। তাই ধৈর্য ধরে চিকিৎসা চালাতে হবে। তবে ফারুক কবে নাগাদ পুরোপুরি সুস্থ হবেন তা নির্দিষ্ট করে জানাতে পারছেন না চিকিৎসকরা। আমি আশাবাদী, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।’ ফারহানা আরও বলেন, ‘কাজপাগল মানুষটি কাজ করতে চান। সংসদীয় এলাকার অনেক কাজকর্ম জমা পড়ে আছে। আশা করছি, দেশে ফিরেই কাজগুলো করবেন। তার জন্য দোয়া করবেন সবাই।’