Black Briefcase: মোদীকে ঘিরে থাকা বিশেষ নিরাপত্তারক্ষীর হাতে হাতে কালো ব্রিফকেস! রহস্য কী
নিশ্চয় লক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সব সময় ঘিরে থাকে স্পেশাল প্রোটেকশন ফোর্স (এসপিএফ)। এটাও নিশ্চয় লক্ষ করেছেন যে, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সেই এসপিএফ আধিকারিকদের হাতে একটা কালো রঙের ব্রিফকেস থাকে।
কিন্তু কখনও ভেবেছেন আসলে ওটা কী? কেনই বা সব সময় এসপিএফ আধিকারিকদের হাতে থাকে ওই ব্রিফকেস। একটা বিষয় হয়তো আন্দাজ করতে পারবেন যে, ওই ব্রিফকেসের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের অবশ্যই কোনও সম্পর্ক আছে। কিন্তু আদতে ওই ব্রিফকেস কী, খোলসা করে বলা যাক।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিএফ আধিকারিককরা আন্তর্জাতিক মানের দক্ষ। স্বয়ংক্রিয় বন্দুক, ১৭-এম পিস্তল এবং এফএনএফ-২০০০ অ্যাসল্ট রাইফেলের মতো অত্যাধুনিক এবং উন্নত মানের সমরাস্ত্রে সজ্জিত থাকেন তাঁরা। কিন্তু তাঁদের হাতে থাকা ব্রিফকেসের রহস্য কী?
এই ধারণা প্রচিলত যে, ওই ব্রিফকেসের মধ্যে পরমাণু অস্ত্রের বোতাম বা কোড রয়েছে। আবার এটাও মনে করা হয় যে ওই ব্রিফকেসে মেশিনগান রয়েছে। কিন্তু এই সবক’টি ধারণাই ভুল। তা হলে?