ম্যানইউকে অবশ্যই শীর্ষ তিনে থাকতে হবে : রোনালদো

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ১৬:৩৫

পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ তিনের বাইরে থাকাটা কোনভাবেই মানা যাবে না। রাংনিকের অধীনে ক্লাবটি এখন ফর্মহীনতা থেকে বেরিয়ে আসতে লড়াই করছে। বরখাস্ত হওয়া ওলে গুনার সুলশারের কাছ থেকে দায়িত্ব গ্রহনের পর জার্মান অন্তবর্তীকালিন কোচ ইউনাইটেডকে কিছুটা স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনলেও এখনো পয়েন্ট তালিকার সপ্তম অবস্থনে রয়েছে রেড ডেভিলসরা।


৫ বারের বর্ষসেরা  রোনালদো তার সতীর্থদের মানসিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি উল্ফস সফরে গিয়ে স্বাগতিকদের কাছে ১-০ গোলে পরাজিত হবার পর সথীর্থদের এই আহ্বান জানান তিনি। স্কাই স্পোর্টসকে পর্তুগাল তারকা বলেন, 'ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয় করা উচিৎ। তা না হলে অন্তত পয়েন্ট তালিকার দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকতে হবে। দলটির অন্য কোন অবস্থানে থাকার কোন যৌক্তিক কারণ আমি দেখছি না। আমি মন থেকে প্রিমিয়ার লিগে শীর্ষ তিনের বাইরে দলকে দেখতে চাই না। সেটি মানতে পারব না। এটি আমার অভিমত।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও