পর্দার বাইরেও নায়ক-নায়িকার তখন ধুন্ধুমার প্রেম। একে অপরকে ছেড়ে একটি ছবিও করতেও নারাজ তাঁরা। শাহিদ কপূর-করিনার কপূরের একসঙ্গে কাজের বায়না সামলাতে নাজেহাল হতেন পরিচালকরা। এ হেন অবস্থায় ‘ফিদা’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পান দু’জনেই। রাজিও হয়ে যান অনায়াসে। কিন্তু দেখা গেল করিনার সঙ্গে শাহিদ নন, জুটি বাঁধবেন ফারদিন খান। ব্যস! আর তাতেই শাহিদ গেলেন চটে।
এত দূর পর্যন্ত তবুও সামলে নেওয়া গিয়েছিল। কিন্তু এর পর যা হল, তাতেই মেজাজ হারালেন শাহিদ। করিনার সঙ্গে ফারদিনের দীর্ঘ চুম্বন দৃশ্যের কথা জেনে নিজেকে আর ধরে রাখতে পারেননি ‘কবীর সিংহ’। কারও তোয়াক্কা না করে ছবির সেটেই ফারদিনের সঙ্গে বিতণ্ডায় জড়ান। থেমে যায় কাজ। পরিচালক-প্রযোজকদের অনুরোধে তিক্ততা সরিয়ে ফের ক্যামেরার সামনে আসেন দুই নায়ক। পরবর্তীতে যদিও পুরো বিষয়টিকে অস্বীকার করেছেন দু’জনেই।
You have reached your daily news limit
Please log in to continue
Shahid-Kareena: এই নায়কের সঙ্গে করিনার ঘনিষ্ঠ দৃশ্যে প্রবল আপত্তি! সেটেই বিতণ্ডায় জড়ান শাহিদ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন