ষষ্ঠ শ্রেণির বই প্রস্তুত ১ম শ্রেণির খবর নেই
শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারিতে। অথচ ফেব্রুয়ারিতে শুরু হবে নতুন শিক্ষাক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) কার্যক্রম। প্রস্তুতি শেষ না হওয়ায় মূলত এই পরিবর্তন। কিন্তু এখনো সমন্বিতভাবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এই কাজ হচ্ছে না। এর ফলে যথাসময়ে গোটা কাজ শুরুর ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর মাধ্যমিক স্তরের ষষ্ঠ এবং প্রাথমিকের প্রথম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম পাইলটিং হওয়ার কথা। গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষাক্রম রূপরেখা অনুমোদন দেন। সে অনুযায়ী প্রণীত হবে শিক্ষাক্রম।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, ষষ্ঠ শ্রেণির কাজ অনেকটাই শেষ হওয়ার পথে। কিন্তু প্রথম শ্রেণির পাঠ্যবই এখন পর্যন্ত লেখাই শুরু হয়নি। এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণসহ আনুষঙ্গিক কাজও বাকি আছে। কেবল শিক্ষাক্রম তৈরি করে বসে আছে এনসিটিবির সংশ্লিষ্ট শাখা।