লাইনচ্যুত হওয়ার সময় যাত্রী ছিল ১০৫৩, জানাল উত্তর-পূর্ব সীমান্ত রেল

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ০৮:১৫

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির দোমহনিতে আপ বিকানের এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় একটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির দোমহনিতে আপ বিকানের এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এ ঘটনাকে দুঃখজনক বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।


উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা গুণীত কউর জানান, বুধবার দুপুর পৌনে ২টা নাগাদ বিকানের থেকে ছেড়েছিল ১৫৬৩৩ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন।  বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ নিউ দোমহনি স্টেশনের কাছেই সেটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা রিলিফ ট্রেন নিয়ে নিউ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে ছুটে যান।  দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়। প্রাথমিকভাবে জানা যায়, ট্রেনের ১২টি কামরা লাইনচ্যুত হয়েছে। গুণীত বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা।’ তিনি আরো বলেন, লাইনচ্যুত হওয়ার সময় ওই ট্রেনে ১ হাজার ৫৩ জন যাত্রী ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও