
তাইওয়ানে এফ-১৬ জঙ্গি বিমান বিধ্বস্তের পর প্রশিক্ষণ স্থগিত
তাইওয়ানের একটি এফ-১৬ জঙ্গি বিমান সাগরে বিধ্বস্ত হওয়ার পর এই বহরের যুদ্ধ প্রশিক্ষণ স্থগিত করেছে দেশটির বিমান বাহিনী।
মঙ্গলবার প্রশিক্ষণের সময় সম্প্রতি আরও উন্নত করা এফ-১৬ভি মডেলের একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শিয়ায়ি বিমান ঘাঁটি থেকে ওই এফ-১৬ভি জঙ্গি বিমানটি উড্ডয়নের পরই রাডার থেকে হারিয়ে যায়।
ঘটনার পর তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন তল্লাশি ও উদ্ধার অভিযানে কোনো ত্রুটি না রাখার ও দুর্ঘটনার কারণ বের করার নির্দেশ দেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।