উত্তেজনায় ঠাসা ম্যাচে বার্সাকে হারাল রিয়াল, উঠে গেল ফাইনালে
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ১০:০২
স্প্যানিশ সুপার কাপের এবারের আসর বসেছে সৌদি আরবে। সেই আসরের সেমিফাইনালে বুধবার দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। উত্তেজনায় ঠাসা সেই ম্যাচে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ২৫তম মিনিটে দুর্দান্ত এক গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। করিম বেনজামার পাস থেকে দুর্দান্ত ফিনিশিং দক্ষতায় গোলটি করেন এই ব্রাজিলীয় তারকা। ম্যাচের ৪১তম মিনিটে বার্সাকে সমতায় ফেরান লুক ডি জং। সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
- ট্যাগ:
- খেলা
- রিয়াল মাদ্রিদ
- বার্সা