![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252F3186e626-de6a-4aa6-8bbf-08de300aab76%252Ftoyota_rav4.jpg%3Frect%3D0%252C2%252C1200%252C675%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
শীতে গাড়ির যত্ন
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ০৯:২৯
শীত এলেই গরমের পোশাক ও বাড়তি যত্নের দরকার হয় আমাদের। এ সময় বাতাসে আদ্রতা কমে ধুলাবালি বেড়ে যাওয়ায় শখের গাড়িরও প্রয়োজন হয় বাড়তি যত্নের। শীতে গাড়ির যত্ন নেওয়ার কৌশল জানিয়েছেন মটো সলিউশনের স্বত্বাধিকারী জামান এস খান।
ব্যাটারির কার্যকারিতা বৃদ্ধি
গাড়ি না চললে ব্যাটারির ক্ষমতা কমে যায়। এ জন্য প্রতিদিন সকালে গাড়ি চালু করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এ সময় গাড়ির ড্যাশবোর্ডে সাধারণত সবুজ বা নীল রংয়ের বিশেষ চিহ্ন দেখা যায়। চিহ্নটি নিভে গেলে গাড়ি চালানোর জন্য ব্যাটারিটি প্রস্তুত হয়ে যায়। ব্যাটারির বয়স দুই বছর হলে বদলে নেওয়া ভালো।
- ট্যাগ:
- লাইফ
- গাড়ির ব্যাটারি
- গাড়ির চাপ