জানেন তো মোম দিয়েও ত্বকের যত্ন নেওয়া যায়
প্রথম আলো
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ১৯:০০
পেডিকিউরের জগতে বেশ বিখ্যাত হয়ে উঠেছে প্যারফিনের ব্যবহার। প্রাকৃতিক মোমের সঙ্গে বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল মিশিয়ে পেডিকিউরের জন্য প্রস্তুত করা হয় এই প্যারাফিন।
প্রথমেই সাধারণ পেডিকিউরের মতো শ্যাম্পু মেশানো গরম পানিতে পা পরিষ্কার করে নেওয়া হয়। এরপর ব্যবহার হয় প্যারাফিন। গরম তাপে গলিয়ে নেওয়া হয় এই মোম। এরপর ব্রাশের সাহায্যে গলে যাওয়া মোম পায়ের ত্বকে লাগানো হয়।
- ট্যাগ:
- লাইফ
- রূপ-রঙ
- ত্বকের যত্ন
- পেডিকিউর