You have reached your daily news limit

Please log in to continue


শত্রুরও যেন এই রোগটা না হয়, করোনামুক্ত হয়ে বললেন শাবনূর

দুই দিন আগে করোনামুক্ত হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। তাঁর একমাত্র সন্তান আইজান নেহানও করোনামুক্ত। করোনামুক্ত হয়ে মা-ছেলে দুজনেই আজ সকালে ঘুরতে বের হন। মা চালাচ্ছিলেন গাড়ি, আর ছেলে পাশে বসে মাকে নানা ধরনের গল্প শুনিয়ে যাচ্ছিল। আজ বুধবার সিডনি স্থানীয় সময় বিকেল পাঁচটায় শাবনূর প্রথম আলোকে জানালেন, এখন তিনি পুরোপুরি সুস্থ। ছেলেরও নেগেটিভ এসেছে।

শাবনূর বলেন, ‘করোনার এই কয়েক দিন তো একদম হাঁপিয়ে ওঠেছি। প্রথম দুই দিন হাসপাতাল, এরপর মা-ছেলে তো মিলেমিশে ঘরবন্দী। আমাদের এমনিতে ঘোরাঘুরির অভ্যাস। সপ্তাহে এক দিন তো ঘুরতে বের হই। তা ছাড়া আইজানের স্কুলে আনা-নেওয়ার কাজটা যেহেতু আমাকে করতে হয়, সুযোগ পেলেই গাড়ি নিয়ে এদিক-ওদিক ঘুরি। কিন্তু করোনায় তা একেবারে হয়নি। আমি আসলে ঘাবড়েও গিয়েছিলাম। যেভাবে কাশি হচ্ছিল আর জ্বর ওঠানামা করছিল। বলতে পারি, আল্লাহ নতুন এক জীবন দিয়েছেন। শত্রুরও যেন এই রোগটা না হয়, এই কামনা করছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন