ঠোঁট দেখেই বুঝে নিন আপনার প্রিয় মানুষটি কেমন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ০৯:৪৮
ঠোঁট কথা বলে। কিন্তু ঠোঁটের আকার-প্রকার ও ঠোঁটের রঙ-ও যে কথা বলে তা জানতেন কি? বরং অনেক বেশি কথা বলে, অনেক বিশদে কথা বলে। কারো ঠোঁট দেখেই এই বিষয়ে অভিজ্ঞরা জানতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তি ঠিক কেমন মানুষ। বিষয়টিতে একটু জ্যোতিষ-জ্যোতিষ গন্ধ আছে, কিন্তু আসলে ব্যাপারটা পুরোপুরি পর্যবেক্ষণ সংক্রান্ত।
সেই হিসেবে এই বিদ্যাকে অনায়াসে 'লিপ-রিডিং'ও বলা যেতে পারে। আগে জানা জরুরি মোটামুটি কত ধরনের বা কত রঙের ঠোঁট হয়ে থাকে। আর সেগুলি কী ইঙ্গিত করে এবং তা থেকে কী কী ধারণা করা যেতে পারে। অর্থাৎ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিয় মানুষটি কেমন-
পাতলা ঠোঁট
ঠোঁট পাতলা হয় যাদের, তারা জীবনে উন্নতি করেন। মোটামুটি ভাবে বলা যায়, যে কাজেই তারা হাত দেন, তাতেই তারা সাফল্যের মুখ দেখেন। অর্থাৎ, তাদের স্ট্রাগল কম করতে হয়।
- ট্যাগ:
- লাইফ
- আচরণ
- ঠোঁটের যত্ন
- ঠোঁট