ট্রাম্পকে হত্যার হুমকি, ৭২ বছরের বৃদ্ধ অভিযুক্ত
অভিযুক্ত এই বৃদ্ধের নাম থমাস ওয়েলনিকি। নিউ ইয়র্কের রকওয়ে বিচ এলাকায় তার বাস। ট্রাম্পকে তিনি গণতন্ত্রে হুমকি হিসাবেই দেখেন এবং তাকে একবার হিটলারও আখ্যা দিয়েছিলেন।ট্রাম্পের মৃত্যু নিশ্চিত করতে ‘যা কিছু করা সম্ভব’ তার সবই করবেন বলে হুমকি দিয়েছিলেন এই বৃদ্ধ। ট্রাম্প ও তার পরিবারকে সিক্রেট সার্ভিস কীভাবে সুরক্ষা দেয় তারও নাড়িনক্ষত্র বের করার চেষ্টা চালিয়েছিলেন ওয়েলনিকি।
শনিবার তার বিরুদ্ধে জেনেশুনে এবং ইচ্ছাকৃতভাবে ট্রাম্পকে অপহরণ, হত্যা, এবং শারিরীকভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।অভিযোগনামায় ২০২০ সালের জুলাই এবং ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ৫ টি দিনের উল্লেখ আছে, যে সময়টিতে ট্রাম্পকে নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলেন ওয়েলনিকি।২০২০ সালের ২১ জুলাইয়ে ক্যাপিটল পুলিশকে এক ফোন কলে ওয়েলনিকি তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পকে মেরে ফেলার ধামকি দিয়েছিলেন বলে অভিযোগ আছে।ওই ফোন কলে ওয়েলনিকি বলেছিলেন, ট্রাম্প নির্বাচনে হেরে গেলে এবং পদত্যাগ করতে অস্বীকৃতি জানালে তিনি (ওয়েলনিকি) অস্ত্র হাতে নেবেন এবং ট্রাম্পকে সরিয়ে দেবেন।