টেকনাফে আড়াই কেজি আইস জব্দ, ২ রোহিঙ্গা গ্রেফতার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ১৭:২৮
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে আড়াই কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৬৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভের সৈকতের ঝাউ বাগানে দুই কেজি ৬৪ গ্রাম আইস উদ্ধার করেন বিজিবির সদস্যরা।
এর আগে সোমবার (১০ জানুয়ারি) রাতে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লানপাড়ায় বালিশের ভেতর থেকে ৫০০ গ্রাম আইস ও পাঁচ হাজার ইয়াবা জব্দ করে পুলিশ। এসময় দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ভোরে টেকনাফের উত্তরে নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতের ঝাউ বাগানে মাদক পাচারের খবর পাওয়া যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রোহিঙ্গা
- মাদক ব্যবসায়ী
- মাদক উদ্ধার