মেকআপ দীর্ঘস্থায়ী করার উপায়
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ১৫:৫৭
সুন্দর ও পরিপাটি হিসেবে নিজেকে উপস্থাপন করার জন্য মেকআপ করে থাকেন অনেক নারী। সঠিকভাবে মেকআপ করতে জানলে দেখতে সুন্দর লাগে, সন্দেহ নেই। সুন্দরভাবে মেকআপ করতে জানাও এক ধরনের আর্ট। আপনিও বেশ যত্ন নিয়ে মেকআপ করলেন, কিন্তু সেই মেকআপ খুব বেশি সময় স্থায়ী হলো না। তখন কিন্তু দেখতে খারাপ লাগবে। তাই মেকআপ করার আগে সেটি দীর্ঘস্থায়ী করার উপায় জেনে নিতে হবে-
টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার
ত্বক পরিষ্কার করে এক্সফোলিয়েট করুন। এরপর ব্যবহার করুন টোনার। এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল দেখাবে। এরপর ব্যবহার করুন ময়েশ্চারাইজার। ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা ধরে রাখতে এটি করতে হবে। আপনার ত্বকের ধরনের ওপর ভিত্তি করে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। সেটি তেলমুক্ত হওয়া জরুরি।
- ট্যাগ:
- লাইফ
- মেকআপ টিপস
- দীর্ঘস্থায়ী