![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Ffb94522c-1463-4a06-872d-77f699ac6b21%252F101826719_912149389251319_3082817410697265152_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
রাষ্ট্রপতির সংলাপ জাতির কোনো কল্যাণ আনবে না: জাফরুল্লাহ চৌধুরী
রাষ্ট্রপতির সংলাপ সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই করতে পারবে না এবং এতে সময় ব্যয়ের পাশাপাশি অর্থও ব্যয় হচ্ছে বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এই সংলাপ জাতির কোনো কল্যাণ আনবে না। জাতীয় সরকারের কোনো বিকল্প নেই।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
মানববন্ধনে দেওয়া বক্তব্যে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানাকে ন্যায়পাল নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।
সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরে জাতীয় মানবাধিকার সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য মোরশেদা বেগম ও তাঁর পরিবারের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। এতে অংশগ্রহণ করে জাফরুল্লাহ চৌধুরী ওই ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।