পিআরপি থেরাপি কী
ইদানীং পিআরপি চিকিৎসার কথা অনেক শোনা যায়। এই পিআরপি কী, আর কেনই–বা ব্যবহৃত হয়? পিআরপি হলো প্লাটিলেট রিচ প্লাজমা, যা রক্তের বিশেষ প্রক্রিয়াজাত অংশবিশেষ। বলা হয়, এতে যেসব উপাদান থাকে, তা নতুন কোষ তৈরির পাশাপাশি পুরোনো কোষগুলোকে উজ্জীবিত করে এবং এরই ভিত্তিতে এটি মানবদেহের বিভিন্ন অংশের, যেমন ত্বক, চুল, অস্থিসন্ধি, মাংসপেশির আঘাত, টেন্ডনের আঘাত, পুরোনো ক্ষতের চিকিৎসায় উপকার করে থাকে।
পিআরপি থেরাপির ফলাফল
ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে পিআরপি থেরাপি ব্যবহার করা যায়। যেমন ব্রণের দ্বারা সৃষ্ট ক্ষত, লোমকূপ বড় হয়ে যাওয়া, চোখের নিচের কালো দাগ, অল্প বয়সে ত্বক বুড়িয়ে যাওয়া, ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ইত্যাদি।
চুলের চিকিৎসায়ও পিআরপি থেরাপির সাফল্য আছে। সাধারণ চুল পড়া, জায়গায় জায়গায় চুল পড়া, সর্বোপরি বংশগত চুল পড়ার ক্ষেত্রে পিআরপি থেরাপিতে উপকার আসে।