‘জাঞ্জির’ এর পর কেন বলিউড ছবি করেননি রাম চরণ?
২০০৭ সালে পুরী জগন্নাথ পরিচালিত তেলেগু সিনেমা ‘চিরুথা’র মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ভারতের তেলেগু সিনেমার সুপারস্টার রাম চরণের। দীর্ঘ ১২ বছরের ফিল্ম ক্যারিয়ারে এই অভিনেতা অভিনয় করেছেন মাত্র ১২টি সিনেমাতে। যার ভেতর রয়েছে তার অভিনীত একটি মাত্র হিন্দি সিনেমা।
২০১৩ সালে মুক্তি প্রাপ্ত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে অভিনীত সেই ছবিটি ছিল ‘জাঞ্জির’। পরিচালনা করেছিলেন অপূর্ব লাখিয়া। তবে এর পর আর কোন বলিউড সিনেমাতে দেখা যায়নি রাম চরণকে। যদিও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বিগ বাজেটের ছবি ‘আরআরআর’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম চরণের কাছে প্রশ্ন রাখা হয়েছে কেন তিনি ‘জাঞ্জির’ এর পর আর কোন হিন্দি সিনেমাতে চুক্তিবদ্ধ হননি। এর উত্তরে সুপারস্টার জানান যে, আমি হিন্দি সিনেমাতে অভিনয় করতে চাই না বিষয়টি এমন নয়। আমি প্রচুর হিন্দি সিনেমা দেখি এবং পছন্দ করি। জাঞ্জিরের পর হয়ত ‘আরআরআর’ এর মধ্য দিয়েই আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারবো।