You have reached your daily news limit

Please log in to continue


কাজাখস্তানে অস্থিরতাকে কেন্দ্র করে আটক ৭,৯৩৯

কাজাখস্তানে গত সপ্তাহের অস্থিরতাকে কেন্দ্র করে এ পর্যন্ত সাত হাজার ৯৩৯ জন লোককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সোভিয়েত আমলের পর মধ্য এশিয়ার দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সহিংসতা চলাকালে বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা সরকারি ভবনগুলো কিছু সময়ের জন্য দখল করে রাখে বা সেগুলোতে আগুন দেয়। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও তা বিস্তৃত হয়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এসব সহিংসতার জন্য দেশটির কর্তৃপক্ষ ‘চরমপন্থি’ ও ‘সন্ত্রাসীদের’ দায় দিয়েছে, এদের মধ্যে কিছু বিদেশিও আছে বলে অভিযোগ করেছে তারা। দেশদ্রোহীতার সন্দেহে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান করিম মাসিমভকে গত সপ্তাহে আটক করা হয়।

এর আগে প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ গোয়েন্দা প্রধানের পদ থেকে মাসিমভকে বরখাস্ত করেন, এর তিন দিনের মধ্যেই তাকে আটক করা হয়।তোকায়েভ তার মন্ত্রিসভাকেও বরখাস্ত করেছেন। ১ কোটি ৯০ লাখ জনসংখ্যার তেল সমৃদ্ধ দেশটিতে জরুরি অবস্থা জারি করে অস্থিরতায় ইতি টানতে গুলি করে হত্যার নির্দেশ জারি করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন