৫২১ রানে নিউ জিল্যান্ডের ইনিংস ঘোষণা
ক্রাইস্টচার্চ টেস্টের শেষ দুই দিন বাগড়া দিতে পারে বৃষ্টি, সেই শঙ্কা থেকেই হয়তো আগেভাগে ম্যাচ শেষ করতে চায় নিউ জিল্যান্ড। তাই প্রথম সেশনে চার উইকেট হারালেও লাঞ্চের পর বোলাদের ওপর চড়াও হলেন টম ল্যাথাম ও টম ব্লান্ডেল। দ্বিতীয় সেশনে কেবল এক ঘণ্টা ব্যাটিং করে ইনিংস ছেড়ে দিল নিউ জিল্যান্ড।
হ্যাগলি ওভালে সোমবার ৬ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের আবার ব্যাটিংয়ে পাঠাতে বাংলাদেশের প্রথম ইনিংসে করতে হবে অন্তত ৩২২ রান।
দিনের প্রথম সেশনে ৭৪ রান যোগ করা নিউ জিল্যান্ড পরের এক ঘণ্টায় ১৬.১ ওভারে যোগ করে ৯৮ রান। এতে বড় অবদান ব্লান্ডেলের। আগের টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ এই কিপার-ব্যাটসম্যান ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে করেন ফিফটি।
- ট্যাগ:
- খেলা
- ইনিংস ঘোষণা
- টেস্ট ম্যাচ