You have reached your daily news limit

Please log in to continue


ডজন পূর্ণ হলো আবাহনীর

ফেডারেশন কাপ ২০২০। ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। সেবার রহমতগঞ্জের হৃদয় ভেঙেছিল বসুন্ধরা কিংস। আরেকটু পরিষ্কার করে বললে, দানিয়েল কলিনদ্রেস হৃদয় ভাঙেন রহমতগঞ্জের। ফাইনালে বসুন্ধরা কিংসের হয়ে জোড়া গোল করেন এই কোস্টারিকান ফরোয়ার্ড।

দুই বছর পর আরেকটি ফেডারেশন কাপের ফাইনাল। কমলাপুর স্টেডিয়ামে আজও রহমতগঞ্জকে খালি হাতে ফেরানোর অন্যতম নায়ক কলিনদ্রেস। এবার কলিনদ্রেস খেলেছেন আবাহনীতে। আজ ফাইনালে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী। জয়ের অন্যতম নায়ক কলিনদ্রেস করেছেন ম্যাচের প্রথম গোল। অন্য গোলটি রাকিব হোসেনের। রহমতগঞ্জের একমাত্র গোলটি করেছেন ফিলিপ আজাহ।

এই জয়ে ফেডারেশন কাপে শিরোপার ডজন পূর্ণ হলো আবাহনীর। সর্বোচ্চ ১২ বার চ্যাম্পিয়ন হলো আকাশি-নীল দলটি। প্রথম শিরোপার স্বপ্ন অধরা থেকে গেল আগের দুই রাউন্ডে শেখ রাসেল ও মোহামেডানকে হারিয়ে ফাইনালে ওঠা রহমতগঞ্জের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন