হাওর-চরের সরকারি ব্যাংক কর্মকর্তাদের ভাতা দেওয়ার নির্দেশ
হাওর, দ্বীপ ও চর এলাকায় সরকারি বাণিজ্যিক ব্যাংকে কর্মরতদের মাসিক ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রেডভেদে প্রতি মাসে ভাতার পরিমাণ হবে সর্বনিম্ন এক হাজার ৬৫০ থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা।
রোববার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রুপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের আলোকে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গেল বছরের ডিসেম্বর থেকে এ ভাতা দিতে বলা হয়েছে।