কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


গ্রেপ্তার–আতঙ্কে চার গ্রামের মানুষ বাড়িছাড়া, দোকানপাট বন্ধ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় এলাকার চারটি গ্রামের লোকজন বাড়িছাড়া। এসব গ্রামের বেশির ভাগ ঘরে তালা ঝুলছে এবং বাজারের দোকানপাট বন্ধ।

পঞ্চম ধাপে ৫ জানুয়ারি মেরুরচর ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জয়ী হয়েছেন। তাঁর প্রতিপক্ষ ছিলেন দলের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন। ভোটকেন্দ্রে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় গত বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু শরীফ বাদী হয়েছে একটি মামলা করেন। এতে বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনসহ ৯২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন