গ্রেপ্তার–আতঙ্কে চার গ্রামের মানুষ বাড়িছাড়া, দোকানপাট বন্ধ

প্রথম আলো বকশীগঞ্জ প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ১৭:০৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় এলাকার চারটি গ্রামের লোকজন বাড়িছাড়া। এসব গ্রামের বেশির ভাগ ঘরে তালা ঝুলছে এবং বাজারের দোকানপাট বন্ধ।


পঞ্চম ধাপে ৫ জানুয়ারি মেরুরচর ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জয়ী হয়েছেন। তাঁর প্রতিপক্ষ ছিলেন দলের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন। ভোটকেন্দ্রে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় গত বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু শরীফ বাদী হয়েছে একটি মামলা করেন। এতে বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনসহ ৯২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও