![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252F92a46fe4-bb14-44fa-a18a-98c5bcf4bc76%252FENG_1.jpg%3Frect%3D0%252C0%252C4100%252C2306%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
শেষ উইকেটের রোমাঞ্চে অস্ট্রেলিয়াকে জিততে দিল না ইংল্যান্ড
প্রথম আলো
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ১৫:৪০
আর একটি মাত্র বল, জেমস অ্যান্ডারসন ঠেকিয়ে দিতে পারলেই ড্র হয়ে যাবে ম্যাচ। ডাগআউটে বসে থাকা বেন স্টোকস টি-শার্ট দিয়ে চোখ ঢেকে ফেললেন! এমন উত্তেজনাকর মুহূর্তটি হয়তো তিনি দেখতে পারবেন না বলেই মনে হয়েছিল তাঁর কাছে। একটু পর আবার টি-শার্ট সরিয়ে নিয়ে চেয়ে রইলেন মাঠের দিকে—এমন একটি মুহূর্ত কি না দেখে পারা যায়!
সিডনিতে আজ অ্যাশেজের চতুর্থ টেস্টে এমন পরিস্থিতি শুরু হয়েছিল আরও আগে থেকেই, যাকে বলে নখ কামড়ানো উত্তেজনা! ইংল্যান্ডের ইনিংসে ৯১.২ ওভারে জনি বেয়ারস্টো আউট হয়ে ফেরার পর থেকেই এমন পরিস্থিতি। তখনো যে পঞ্চম ও শেষ দিনের খেলা শেষ হতে ১০ ওভার ৪ বল বাকি। ইংল্যান্ডের হাতে ছিল ২ উইকেট। জ্যাক লিচ ও স্টুয়ার্ট ব্রড প্রাণপণ লড়াই করে যাচ্ছিলেন ম্যাচ বাঁচানোর জন্য। স্কট বোল্যান্ড, প্যাট কামিন্স ও নাথান লায়নের একেকটি বল যেন ছোবল মারছিল সাপের মতো!
- ট্যাগ:
- খেলা
- সিডনি টেস্ট
- ক্রিকেট দল
- ক্রিকেট খেলা