মিতু হত্যা: এবার নিজের করা মামলায় গ্রেপ্তার বাবুল আক্তার
স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার পাঁচ বছর আগে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় যে মামলা করেছিলেন এবার সেই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত এই আদেশ দেন। বাবুল নিজেই ওই মামলার বাদী। এর আগে শ্বশুরের করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় আট মাস ধরে কারাগারে আছেন বাবুল।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক জানান, বাবুল আক্তারের করা মামলার তদন্তে স্ত্রী মিতুকে হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে গত ২৭ ডিসেম্বর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই আবেদনের প্রেক্ষিতে আজ আদালত আদেশ দিয়েছেন।