You have reached your daily news limit

Please log in to continue


কে আগে ফুল দেবে, তাজউদ্দীন মেডিকেলে প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রলীগ নেতার ঘুষি

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে ফুল দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে তার সামনেই ছাত্রলীগের এক নেতাকে ঘুষি মেরেছেন আরেক নেতা।

প্রতিমন্ত্রী ধমক দিয়ে তাদের থামালেও অনুষ্ঠান শেষে তিনি সভাস্থল ত্যাগ করার পর দুই পক্ষের অনুসারীরা ক্যাম্পাসে ফের মারামারিতে জড়ায়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে সাংস্কৃতিক এবং ইনডোর গেমস সপ্তাহের পুরস্কার বিতরণীর অনুষ্ঠান ছিল শনিবার বিকেলে। পুরস্কার বিতরণ শেষে ছাত্রনেতারা যখন প্রতিমন্ত্রীকে ফুল দিতে যান, তখনই গণ্ডগোলের সূত্রপাত।

অনুষ্ঠানে উপস্থিত গাজীপুরের ডিসি এসএম তরিকুল ইসলাম বলেন, “ছোট নেতা বড় নেতাকে টপকে প্রতিমন্ত্রীকে ফুল দিতে গেলে তার সামনেই একে অপরকে জামা টেনে ধরে। এক পর্যায়ে কিছু বুঝে উঠার আগে একজন আরেকজনকে ঘুষি মারেন। পরে প্রতিমন্ত্রী মহোদয় ধমক দিয়ে তাদের নিবৃত্ত করেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন