সংক্রমণ বাড়ছে, সতর্ক হোন

বার্তা২৪ প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ০৮:২৫

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। মৃত্যু কম হলেও রোগী ও শনাক্ত হার এখনো ঊর্ধ্বমুখী। বিশেষ করে গত সাত দিনে করোনা পরীক্ষা অনুপাতে রোগী শনাক্ত হার বেড়েছে দ্বিগুণ। অথচ কোথাও স্বাস্থ্যবিধি মানার তৎপরতা নেই। অধিকাংশ মানুষ মাস্ক পরছেন না। সরকারের পক্ষ থেকে ১৫ দফা নির্দেশনা মানার আহ্বান করা হলেও চলছে নির্বাচন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পুরোদমে। বিনোদন ও পর্যটন কেন্দ্র থেকে শুরু করে সড়ক-মহাসড়ক, গণপরিবহন, শপিংমল, দোকানপাট সর্বত্র উপচেপড়া ভিড়।


গত মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভায় করোনা সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত হয়। কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি। তবে গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেছেন, শিগগিরই বিধিনিষেধ আরোপ করার চিন্তাভাবনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, বিধিনিষেধ বিলম্ব করলে বিপদ বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও