গেল বছরে ১০ কোটি ডলায় আয় করেছেন অ্যাপল প্রধান কুক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২, ১৩:২৭
গেল বছরে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বোনাস হিসেবে পেয়েছেন ১০ কোটি ডলার। এর আগের বছরের তুলনায় এই আয় প্রায় ৫.৭ গুণ বেশি।
২০১১ সালে অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করার পর ৬১ বছর বয়সী কুক এই প্রথম এতো বড় অঙ্কের বোনাস অর্জন করলেন। শেয়ার বাজারে প্রতিষ্ঠানটির মূল্য তিন লাখ কোটি ডলারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রায় ৭৫ কোটি ডলার মূল্যের শেয়ার তিনি পুরষ্কার হিসেবে অর্জন করেন বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। এর সঙ্গে যোগ হয়েছে তার অন্যান্য আয়।
২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মোট বেতন ছিল নয় কোটি ৮৭ লাখ ডলার, তারও আগের বছর এটি ছিল এক কোটি ৪৭ লাখ ডলার। এসব তথ্য মিলেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) অ্যাপলের জমা দেওয়া নথি থেকে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে