৬ বছর গবেষণার পর বাজারে আসছে যে ই-বাইক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২২, ১২:২৭

বর্তমানে একের পর এক ই-বাইক আসছে বাজারে। ভবিষ্যৎ যে বৈদ্যুতিক গাড়ি তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। যে কারণে নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ঝুঁকছে ই-গাড়ি নির্মাণে। ২০১৬ সালে ভারতের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল T6X এর প্রোটোটাইপ ভার্সন উন্মোচন করেছিল Tork।


Bharat Forge-এর অধীনস্থ পুণের সংস্থাটি বুকিং নেওয়াও শুরু করেছিল। প্রথম দিনেই ১ হাজার বুকিংয়ের মাইলফলক ছুঁয়েছিল Tork T6X ইলেকট্রিক বাইকটি। তবে সেই বাইক আর ডেলিভারি পাননি গ্রাহকরা। এরপর পেরিয়েছে দীর্ঘ ৬ বছর। সবাই ভুলেও গেছে ততদিনে সেই ই-বাইকের নাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও