শুধু টাকার জন্য 'মুসলিম নারী বিক্রি'র অ্যাপ খুলেছিলেন শ্বেতা?
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১৮:০০
মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত নাগরেল বলেছেন, জনপ্রিয় ১০০ মুসলিম নারীকে নিলামে উঠিয়ে বিক্রির অনলাইন অ্যাপ 'বুল্লিবাই'-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তৃতীয় আরো একজনকে আটক করেছে তারা। ইন্ডিয়া টুডে জানাচ্ছে, ২১ বছর বয়সী অভিযুক্তের নাম মায়াঙ্ক রাওয়াল, তাকে উত্তরাখণ্ড থেকে আটক করা হয়।
একই অভিযোগে গতকাল মুম্বাই পুলিশ ২১ বছর বয়সী প্রকৌশলের ছাত্র বিশাল কুমার ঝা এবং ১৮ বছর বয়সী শ্বেতা সিংকে গ্রেপ্তার করা হয়। 'আটক তৃতীয়জন শ্বেতার বন্ধু। আমরা মনে করছি এ ঘটনায় আরো কয়েকজন জড়িত থাকতে পারে'- বলেন হেমন্ত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ছবি নিলামে
- নিলামে বিক্রি