কিম জংকে নিয়ে আপত্তিকর গ্রাফিতি, এলাকাবাসীর হাতের লেখার নমুনা চাইছে সরকার
উত্তর কোরিয়ার একটি গ্রাফিতিতে কিম জং উনকে 'বেজন্মা' সম্বোধন করা হয়েছে। এই ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ রাজধানীর একটি এলাকার বাসিন্দাদের হাতের লেখা পরীক্ষা করতে শুরু করেছে।
পিয়ংইয়ংয়ের একটি অ্যাপার্টমেন্ট ভবনের দেয়ালে গত ২২ ডিসেম্বর জং উনকে এই সম্বোধন করে গ্রাফিতি আঁকা হয়। ওতে লেখা ছিল, 'কিম জং উন, বেজন্মা। লোকজন তোর জন্য না খেয়ে মারা যাচ্ছে।'
দুর্ভিক্ষ, বন্যা ও করোনা মহামারিতে বিপর্যস্ত উত্তর কোরিয়া। এই দুর্দশার জেরেই এমন আক্রমণাত্মক গ্রাফিতি আঁকা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আপত্তিকর
- নমুনা
- কিম জং উন