বর্ষবরণে গদখালিতে বিক্রি হয়েছে দেড় কোটি টাকার ফুল
করোনার কারণে দু‘বছর ঘরে আটকে থাকা মানুষ নতুন বছর বরণে উৎসবে মেতেছে ফুলের রাজধানী যশোরের গদখালিতে। বছরের প্রথম দিন থেকে নানা বয়সের মানুষ জড়ো হয়ে আনন্দ উল্লাস করছেন। গদখালির বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন নানা বর্ণ ও গন্ধের ফুলের ছড়াছড়ি।
দেশের বিভিন্ন উৎসবে প্রয়োজনীয় ফুলের ৭৫ শতাংশই যায় এখান থেকে। এবারের ইংরেজি বর্ষবরণে গদখালি থেকেই দেড় কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফুল বিক্রি
- ইংরেজি বর্ষবরণ