‘মামা পুলিশ জিগাইলে বইলেন মিটারে যাইতাসেন।’ রাজধানীতে যারা নিয়মিত সিএনজি-অটোরিকশায় চড়েন, তাদের কাছে পরিচিত কথা এটি। সিএনজি চালকদের এমন আবদার অনেকটা বাধ্য হয়েই রাখতে হচ্ছে অনেক যাত্রীকে। কারণ এ শর্তেই তারা সিএনজিতে চড়েন। ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগও পুরনো। নতুন করে বিআরটিএ সূত্রে জানা গেলো, রাজধানীতে ১৩ হাজার বৈধ সিএনজি-অটোরিকশার পাশাপাশি চলছে অবৈধ ৩০ হাজার। মোটকথা, মনিটরিং না থাকায় রাজধানীজুড়ে নৈরাজ্য চলছে সিএনজি-অটোরিকশার চালকদের।
You have reached your daily news limit
Please log in to continue
‘এখন কি আর কেউ মিটারে যায়!’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন