![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252Fc0a8c214-bc8a-42ec-a7cd-d86ac9e0daf1%252F262097917_4618394458207251_4821578436796430786_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
নিয়মিত কাজ করলেই পরিচালকের সঙ্গে প্রেম হয়ে যায় না
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ২১:৩১
তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে পাঁচটি সিনেমায় নাম লিখিয়েছেন সূচনা আজাদ। তাঁর অভিনীত ‘আব্বাস’ নামে এক সিনেমা ২০১৯ সালে মুক্তি পায়। তাঁর দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। গত মাসে একসঙ্গে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। একটি সূত্রে জানা যায়, সূচনার মুক্তি ও শুটিংয়ের অপেক্ষায় থাকা চারটি সিনেমার পরিচালক একই ব্যক্তি। সম্প্রতি শুটিংয়ের বাইরে ‘মিশন এক্সটিম’ সিনেমার প্রিমিয়ার শো কিংবা অভিজাত বিপণিতে সেই পরিচালকের সঙ্গে দেখা গেছে সূচনাকে। এই নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। পরিচালকের সঙ্গে সম্পর্ক আছে কি না, এই নিয়ে সরাসরি মুখ খুললেন এই নায়িকা।
- ট্যাগ:
- বিনোদন
- তারকার জীবন
- চিত্রনায়িকা
- নায়িকা
- সূচনা আজাদ