সেবার মান নিয়ে অসন্তুষ্টির মধ্যে পানির দাম তিন গুণ বাড়ানোর ঘোষণা

প্রথম আলো রাজশাহী মেট্রোপলিটন প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ২০:০০

পানির দাম তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। সম্প্রতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্রে পানির দাম তিন গুণ বাড়ছে, যা কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে।


নগরবাসী বলছেন, রাজশাহী ওয়াসার পানি সব সময় ঠিকমতো পাওয়া যায় না। আবার প্রায়ই পানের অযোগ্য দূষিত পানি সরবরাহ করা হয়। এমন অবস্থায় পানির দাম বাড়ানোর ঘোষণায় তাঁরা ক্ষুব্ধ। অবিলম্বে ওয়াসা পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে না এলে আন্দোলনের হুমকিও দিচ্ছেন নাগরিক সংগঠনের নেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও