ভুয়া সনদের ডাক্তারকে পুলিশে দিলেন হাইকোর্ট
চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ দিয়ে এমবিবিএস চিকিৎসক হিসেবে নিবন্ধন নেওয়ার মামলায় ভোলার দৌলতখানের মো. মাহমুদুল হাসানকে জামিন না দিয়ে পুলিশে দিয়েছেন হাইকোর্ট। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট অধস্তন আদালতে হাজির করাতে বলা হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে মো. মাহমুদুল হাসানের আগাম জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহিনুর আলম।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আটক
- প্রতারণা মামলা
- ভুয়া ডাক্তার